দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : ঢাকা-সিলেট রুটে চলাচলরত কালনী এক্সপ্রেস ট্রেনে যুক্ত হচ্ছে আরো চারটি নতুন কোচ। বুধবার থেকে কোচগুলো যুক্ত হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, নতুন চারটি বগি যুক্ত হওয়ার ফলে ২২৬টি আসন বৃদ্ধি পেয়েছে। এতে করে আন্তঃনগর এই ট্রেনে অধিক সংখ্যক যাত্রী ভ্রমণ করতে পারবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আক্তার জানান, কালনী এক্সপ্রেস ট্রেনটি পাঁচটি বগিতে করে ২৬০জন যাত্রী নিয়ে চলাচল করছিল। এখন চারটি বগি বাড়ানোর ফলে ২২৬টি আসন বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবার দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত আসন যোগ হওয়ার ফলে এখন অধিক সংখ্যক যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।
অতিরিক্ত বগিতে যাত্রী পরিবহন করে বছরে প্রায় পাঁচ কোটি টাকা আয় হবে বলেও জানান জোবেদা আক্তার।
জরাজীর্ণ কোচের পরিবর্তে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে মেরামত করা মোট ৯টি কোচ কালনী এক্সপ্রেসে যুক্ত হওয়ায় মানসম্মত যাত্রী সেবায় রেলওয়ে আরো একধাপ এগিয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj