মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও ডিজিএম এর অপসারণের দাবীতে বুধবার দুপুরে বিক্ষুদ্ধ ছাত্র জনতা ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বিক্ষোভ মিছিল করে পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করে ফটকে তালা ঝুলিয়ে রাখে।
এসময় বিক্ষুদ্ধ জনতা নবীগঞ্জ-কাজিরবাজার রোড প্রায় ২ ঘন্টা সময় অবরোধ করে রাখলে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাজিনা সারোয়ার, থানার অফিসার ইনচার্য আব্দুল বাতেন খাঁন একদল পুলিশ নিয়ে আন্দোলনকারীদের আলোচনা সাপেক্ষে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার সর্বত্র গত কয়েক মাস ধরে প্রচন্ড দাবদাহে এমন লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক লক্ষাধীক সাধারণ মানুষ। প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চরম দূর্ভোগে পড়েন উপজেলাবাসী।
নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এমন ভেলকীবাজী ও অব্যবস্থাপনা এবং স্বোচ্ছাচারিতার কারনে সাধারন গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুতের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে। এতে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলনে মাঠে নামেন বিক্ষুদ্ধ জনতা। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জবাসীর ব্যানারে সর্বদলীয়ভাবে গতকাল বুধবার সকালে শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শত শত জনতা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে অফিসের প্রদান ফটকে তালা ঝুলিয়ে রাখে।
এ সময় জাকারিয়া আহমেদ অপুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা বাসদের সভাপতি চৌধুরী ফয়সল সোয়েব, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, কবি এম শহিদুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিনুর রহমান অহি, মাঃ আব্দুর রকিব হক্কানি, নবীগঞ্জ নিউজের প্রতিষ্ঠাতা ইসফাক রায়হান, ব্যবসায়ী শাহ শামিম আহমেদ, শাহ সুমন আহমদ, এইচ এম মাসুদ, রুপন তালুকদার সাগর, ছনি চৌধুরী, হাবিবুর রহমান, সুমন আরিফ, রাজু হক, নানু আহমেদ, জুবেল আহমেদ, আহমেদ রাজু, আহমেদ সবুজ, সাদিকুর রহমান শিপু, জুনাইদ আহমেদ, এনামুল হোসেন, সাইফুর রহমান, আবু নাসের মোঃ ইকবাল, ইমতিয়াজ পাপন, আহমেদ লুমন, ইসতিয়াক আপন, নাঈম আহমেদ, হেলাল আহমেদ, কাউছার হুসাইন প্রমুখ।
আন্দোলন চলাকালিন সময়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাজিনা সারোয়ার, থানার অফিসার ইনচার্য আব্দুল বাতেন খাঁন একদল পুলিশ নিয়ে আন্দোলনকারীদের আলোচনা সাপেক্ষে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এরপরে পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মনকে নিয়ে মাইকে বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন- আগামী ৭ দিনের মধ্যে লোডশেডিং এর সমাধানের আশ্বাস দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বক্তব্য প্রদান করে আন্দোলনকারীদের দাবী অচিরেই সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ ও আন্দোলন প্রত্যাহার করে নেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj