ডেস্ক : পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে শায়েস্তাগঞ্জের মার্কেটগুলোতে জমে ওঠেছে কেনাকাটার ধুম। পরবর্তীতে ঝামেলার আশষ্কায় ঈদ আসার একটু আগে থেকেই কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। এদের মধ্যে উচ্চ ও মধ্যবিত্ত ক্রেতারাই বেশি।
নিন্মবিত্তদের কেনাকাটা শুরু হবে আরও পরে। শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার কে. আলী প্লাজা, সিরাজ প্লাজা, এন.ডি প্লাজা, দিদার মার্কেট, হাজী কমপ্লেক্স এই মার্কেটের দোকান গুলো ফ্যাশন প্লাস, ফ্যাশন মহল, নিউ ফ্যাশন মহল, মদিনা ক্লথ ষ্টোর, রিমা ক্লথ ষ্টোর, আনন্দ ফ্যাশন, মৌমিতা ক্লথ ষ্টোর, শ্যামা ফ্যাশন, রাসেল ফ্যাশন, নগর ফ্যাশন, পোষাক মেলা, বস্ত্র মেলা, গ্রামীন ফ্যাশন, আলিফ ক্লথ ষ্টোর, তাহের ক্লথ ষ্টোর, সিকদার পয়েন্ট সহ বেশ কয়েকটি মার্কেটে সরজমিন ঘুরে দেখা যায়, দোকানে-দোকানে ক্রেতাদের উপচে ভিড়।
ক্রেতাদের অধিকাংশ মহিলা ও শিশু। এদিকে ব্যবসায়ীরা জানান, মেয়েদের সাহারা, লেহেঙ্গাঁ, বাজেকার মস্তানী, ছেলেদের পাঞ্জাবী ও শিশুদের পোষাকই বেশি বিক্রি হচ্ছে। শাড়ির মধ্যে সিল্ক, দেশী জামদানী ঢাকাইয়া জামদানীর প্রতি আগ্রহ বেশি মহিলাদের। থ্রী পিছের মধ্যে এবারের বিশেষ আকর্ষণ ঝিলিক, লেহেঙ্গা ও ফেইজবুক। দেশীয় সিল্কের শাড়ী ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজারের ফ্যাশন মহল সত্তাধিকারী আব্দুল কাদির দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, দেশের ও দেশের বাহিরের মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে তারা অন্যান্য বছরের মত এবারও বেশ কিছু চমকপদ ও ভিন্ন ফ্যাশন ডিজাইনের জাত শাড়ি বাজারজাত করেছেন।
বজরঙ্গি শাড়ি, কাতান সিল্ক, ঢাকাইয়া জামদানি বিক্রির হিডিক পড়েছে। প্রতিবারের মতো এবারের ঈদেও যুবকদের প্রথম পছন্দ পাঞ্জাবী। এনডি সিল্ক, জয়শ্রি ও আদিল ব্র্যান্ডের পাঞ্জাবীগুলো বিক্রি হচ্ছে বেশি। তবে শায়েস্তাগঞ্জ পৌর শহরের মধ্য বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, পূজার কেনাকাটা চললেও ঈদের মূল কেনাকাটা এখনও জমে উঠেনি। তাদের ধারণা আগামী ৩/৪দিনের মধ্যে সকল শ্রেণী ও পেশার মানুষের কেনাকাটা শুরু হবে পুরোদমে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj