নিজস্ব প্রতিনিধি : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় বাংলাদেশে ফেরা নিয়ে আতংকে আছেন আরিফ।
নিজের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে তার মাঝে। এমনকি নিজের জন্মধাত্রী মাকেও শেষ দেখা দেখতে পারেননি তিনি। স্বজনদের মাধ্যমে সদুর জার্মানে খবর পান তার চাচা তাহের উদ্দিন মা ও বোনসহ এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
খবরটি শুনার পর প্রথমে বিশ্বাস করতে পারেননি আরিফ। পরে বিভিন্ন অলনাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার হত্যার খবর দেখতে পান তখন কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পড়ে জানতে পারেন সেদিনের ঘটনায় আপন ছোট ভাই সুজাত মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্বজনরা সুজাতকেও মারার পরিকল্পনা করছে।
মৃত্যুর সংবাদ পেয়ে আরিফের পিতা গিয়াস উদ্দিন সৌদি থেকে দেশে ফিরে আসলেও আসতে পারেননি আরিফ নিজে।
এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা ছোট ছেলের দেখভাল আর মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে হাফিয়ে উঠেছেন গিয়াস উদ্দিন। স্ত্রী ও কন্যা হারিয়ে এখন তিনি চোখে অন্ধকার দেখছেন। অপরদিকে আহত ছোট ভাই ও পিতার পাশে দাড়াতে দেশে আসতে ভয় পাচ্ছেন জার্মানে থাকা আরিফ।
কারন ঘাতকের লোকজন তার উপরও হামলা করতে পারে। এই ভয়ে তিনি মা, বোন হত্যার শোক বুকে নিয়ে পড়ে আছেন জার্মানে। এ প্রতিবেদককে আরিফ জার্মান থেকে ফোনে জানান, ২০১৪ সালের জানুয়ারিতে আরিফের ৭ চাচা মিলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে গুম করে ফেলতে চেয়েছিল। তাদের পরিকল্পনার কথা আরিফের মা শুনে ছেলেকে নানা বাড়িতে পাঠিয়ে দেয়।
নানার বাড়ি থেকেই আরিফকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়। তাই আরিফের উপর প্রতিশোধ নিতে না পেরে তার চাচা মা ও বোনকে হত্যা করে। এতে তার ছোট ভাই সুজাত আহত হয়। আরিফ জানান, তার চাচা প্রায়ই তার মাকে হুমকি দিত আরিফ দেশে আসলে তাকে হত্যা করবে। ঘাতকরা তার ভাইকে হত্যা করে মামলার ইতি ঘটাতে পারে।
কারন ট্রিপল মার্ডারের একমাত্র প্রত্যক্ষদর্শী তার ছোট ভাই সুজাত। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, এই ঘটনার পর দেশে আসলে ঘাতকের লোকজন তার উপরও হামলা করতে পারে। তাই তিনি জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে দেশে আসতে পারছেন না। তবে ফোনে পিতার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
গত ২৩ আগষ্ট উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামে জমি জমা ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের তাহের মিয়া তার ভাবি ,ভাতিজি ও প্রতিবেশী এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার ভাতিজা সুজাত এগিয়ে এলে ঘাতক চাচা তার উপরও হামলা করে। এতে সুজাত গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকার সোহরাওয়াদী হাসপাতালে ভর্তি করে। সুজাত সোহরাওয়াদী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ট্রিপল মার্ডারের ঘটনায় থানা ও আদালতে মোট ৪টি মামলা হয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গত ২৪ আগষ্ট ঘাতক আবু তাহেরকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগমের আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
পুলিশ তাকে জিজ্ঞসাবাদ করার জন্য বিজ্ঞ আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ১ সেপ্টেম্বর পুলিশ সুপার এ চাঞ্চল্যকর মামলাটি ডিবিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj