ডেস্ক : : সৌদিআরব মক্কাশরিফের গভর্নর প্রিন্স খালেদ বিন ফায়সাল আল সৌদ, পবিত্র কাবা শরিফের জন্য তৈরি নতুন গিলাফ হস্তান্তর করেন ইমাম আব্দুর রহমান সুদাইশ আল শেখ সহ অন্যান্য কাবা শরিফের সিনিয়র রক্ষকদের কাছে।
৯জিলহজ (১১সেপ্টেম্বর) হজের দিন পবিত্র দুই হারাম শরিফের খাদেম এবং সৌদিআরব কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ গিলাফ বদলানোর কথা রয়েছে।
তাছাড়া, পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ই সেপ্টেম্বর। পাঁচদিন ব্যাপী বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান ৯ই সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৪ই সেপ্টেম্বর।
এই আয়োজনের জন্য সৌদি আরব সরকার ব্যাপক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয়ভাবে হজ্বের মুলস্থল মিনা, মোজদালিফা আর আরাফাতের ময়দান এখন হজ্ব কার্যের জন্য পুরোদমে প্রস্তুত করা রয়েছে। ইতিমধ্যে সেই সকল স্থানে নিরাপত্তামুলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারা দেশ থেকে নিরাপত্তা কর্মীদেরকে মিনা প্রান্তরে সমাবেত করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে। নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা রাখা হয়েছে। সেই হজ্বের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছেম। বিশেষ করে আরাফাত, মিনা ও মোজদালিফার সকল মসজিদকে পরিস্কার পরিছন্নতা করা হয়েছে হাজীদের নামাজ আদায় করার জন্য এবং সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বয়েজ স্কাউট, রেডক্রিসেন্টসহ সকল প্রতিষ্ঠানের কর্মী বৃন্দ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন, যাতে কোনরূপ দুর্ঘটনা না ঘটে তার জন্য সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ ক্ষমতা সম্পর্ণ কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে।
হাজীদের জন্য তাবু নগরী মিনা এখন পুরোদমে প্রস্তুত হয়ে আছে। যেখানে ৯ই সেপ্টেম্বর থেকে হাজীরা পবিত্র হজ্বের জন্য অবস্থান করা শুরু করবেন এবং আরাফাত ও মোজদালিফা হয়ে আবার মিনায় অবস্থান করে ১৪ই সেপ্টেম্বর হজ্বের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj