হবিগঞ্জ প্রতিনিধি : দরিদ্র জনগনের জন্য বর্তমান সরকার ১০ টাকা কেজিতে চাল বরাদ্দের উদ্যোগ নিয়েছে। কার্ডের মাধ্যমে এ সপ্তাহ থেকেই ১০ টাকা কেজি চাল বরাদ্দের কার্যক্রম শুরু হচ্ছে।
সোমবার সকালে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরন কার্যক্রম উদ্বোধনকালে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এ কথাগুলো বলেন।
তিনি হবিগঞ্জ পৌরসভার ৬ টি কেন্দ্রে ভিজিএফের চাল বিতরন কর্মসুচীর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার দরিদ্র জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন বর্তমান সরকার বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। তাই সকলের উচিত তাদের সন্তানদের স্কুলে পাঠানো।
এডভোকেট মোঃ আবু জাহির বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের আর্তসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচী চালিয়ে আসছে। বিনামুল্যে লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করা ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ নানা কর্মসুচী পালনের ফলে দেশে দরিদ্র মানুষের সেবা নিশ্চিত হয়েছে।
তিনি জঙ্গি, সন্ত্রাসী ও যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
চাল বিরতণ কর্মসূচী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহিরউদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, অর্পনা বালা পাল, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, উমেদনগর পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক এম এ জলিল, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান খান, নুরুল আমীন ওসমান, হুমায়ূন কবির রেজা প্রমুখ।
যে ৬ টি কেন্দ্রে চাল বিতরন করা হয় সেগুলো হলো উমেদনগর পৌর হাইস্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিটিআই স্কুল, চৌধুরীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিরিষতলা।
হবিগঞ্জ পৌরকাউন্সিলগনের তত্বাবধানে পৌরসভায় ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ হাজার দুঃস্থ নাগরিক ভিজিএফের মাধ্যমে মাথাপিছু ১০ কেজি করে চাল গ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj