হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর আলম বাজার থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই সানাউল্লাহ, পার্থ রঞ্জন রায়সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো বানিয়াচঙ্গ উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র এসএম ইউসুফ, পুরান পাথারিয়া গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র সমুজ আলী, একই গ্রামের জলফু মিয়ার পুত্র আব্দাল মিয়া, মৃত আব্দুর রশিদের পুত্র রেনু মিয়া, নয়াপাথারিয়া গ্রামের ধানিছ মিয়ার পুত্র ধন মিয়া, মৃত তোতা মিয়ার পুত্র সমছু মিয়া, আব্দুর রশিদের পুত্র ওয়াহিদ মিয়া, মৃত ইউসুফ আলীর পুত্র আরজ মিয়া, মৃত সিপাই মিয়ার পুত্র নুর ইসলাম, ফকির মিয়ার পুত্র দরছ মিয়া, ওয়াহিদ মিয়ার পুত্র আবুল খায়ের, আব্দুর রহমানের পুত্র ধলা মিয়া, পুরান পাথারিয়ার আরফাত আলীর পুত্র শামীম মিয়া, কুশিয়ারতলা গ্রামের ফিরোজ আলীর পুত্র আবুল মিয়া, কুর্শা খাগাউড়া গ্রামের মতলিব মিয়ার পুত্র জিয়াউর রহমান।
পুলিশ সূত্র জানায়, নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে এসএম ইউসুফ দীর্ঘদিন ধরে আলম বাজারে জুয়ার আসর বসাতেন। এই জুয়ার আসর বন্ধ করার জন্য স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে আবেদন করেন। সম্প্রতি আলম বাজারে জুয়া খেলাসহ অসামাজিক কর্মকান্ডের বিষয়টি আইন শৃঙ্খলা সভায় উত্থাপন করা হয়।
এ প্রেক্ষিতে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হককে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক ওসি ইয়াছিনুল হক সেখানে সোর্স মোতায়েন করেন। এর প্রেক্ষিতে রোববার রাত ১১টার দিকে আলম বাজারে অভিযান চালিয়ে একটি ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের গ্রেফতার থেকে বাঁচার জন্য ইউসুফ নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে পুলিশের সাথে দুর্ব্যবহার করেন। পরে পুলিশ জুয়াড়িদের থানায় নিয়ে আসলে অনেকেই তাদের ছাড়িয়ে নিতে বিভিন্নভাবে তদবির করেন। কিন্তু রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন জুয়াড়িকে ছাড়েনি পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, দীর্ঘদিন ধরে আলম বাজারে জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলছে। সম্প্রতি বিষয়টি আইন-শৃঙ্খলা সভায় আলোচনায় আসে। পরবর্তীতে এ বিষয়টি নজরদারীতে রাখি।
রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করি। তারা অন্য কোন অপরাধের সাথে সম্পৃক্ত আছে কি না তা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj