সিলেট: এম সাইফুর রহমান। সিলেটের রাজনীতির ইতিহাসে এক কালজয়ী ব্যক্তিত্ব। বৃহত্তর সিলেটের তথা দেশের অন্যতম এই রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর জীবদ্দশায় সিলেটের ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেখেছেন অনন্য ভূমিকা। বাংলাদেশের জাতীয় সংসদের ১২ বার বাজেট উপস্থাপন করেছিলেন তিনি।দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পণ্যের মূল্য সংযোজন করের (ভ্যাট) প্রচলনও করেন তিনি। এজন্য তাকে ভ্যাট এর জনকও বলা হয়।
আজ ৫ সেপ্টেম্বর এই কৃতি ব্যক্তিত্বের সপ্তম মৃত্যু বাষির্কী। কীর্তিমান এই রাজনীতিবিদের মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেলেও এখনও তার অভাব অনুভব করছেন সিলেটের মানুষ। তাঁর উন্নয়ন কর্মকান্ড ছড়িয়ে আছে সিলেটের আনাচে কানাচে। সেইসব উন্নয়ন কর্মকান্ডের মধ্যে বেঁচে আছেন সিলেটবাসীর মনের মনিকোঠায়।
সাইফুর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন। রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান অনেক। তাইতো সফল এই অর্থনীতিবীদকে এখনও ভুলেনি সিলেট বিএনপি। যদিও আগের বছরগুলোতে তেমন ঘটা করে কোন কর্মসূচি পালন করেনি তারা। তবে এবার সাইফুর স্মরণে দুই দিন ব্যাপী কর্মসূচী দিয়েছে সিলেট বিএনপি।
কর্মসূচীর মধ্যে রয়েছে- সোমবার সকাল ৯টায় এম সাইফুর রহমানের কবর জিয়ারতে মৌলভীবাজার যাবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সেখান থেকে ফেরার পর বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল এবং পরদিন মঙ্গলবার সাইফুর রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রবিবার রাত পৌনে ১১টার দিকে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের পাঠানো যৌথ বিবৃতি এসব কর্মসূচীর কথা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শ্রেষ্ট সিলেট প্রেমিক বৃহত্তর সিলেটের উন্নয়নের রুপকার মরহুম এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে যাচ্ছে সিলেট বিএনপি। এজন্য সোমবারের দোয়া মাহফিল ও মঙ্গলবারের আলোচনা সভা সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তাতে।
এর আগের বছর গুলোতে নানা আনুষ্ঠানিকতায় সাইফুরকে স্মরণ করতেন তাঁর ঘনিষ্টজন হিসাবে পরিচিত সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বহিস্কিৃত) আরিফুল হক চৌধুরী। এম.সাইফুর রহমান স্মৃতি সংসদের আহবায়কের পদেও রয়েছেন তিনি।
আরিফুল হক মেয়র নির্বাচিত হওয়ার পর সাইফুর রহমানের পঞ্চম মৃত্যু বার্ষিকী খুব ঘটা করে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি কারান্তরিণ হওয়াতে কর্মসূচী পালিত হচ্ছে না। ফলে তার অনুপস্থিতিতে সিলেট বিএনপি স্মরণ করছে সাইফুর রহমানকে। এছাড়া সাইফুর রহমানের পরিবার ও বিভিন্ন ব্যক্তির নিজস্ব উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০০৯ সালের আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি । মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে আশুগঞ্জের কাছে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে ।
৭৭ বছর বয়সী মি: রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সবচেয়ে বেশিবার তিনি অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট উত্থাপন করেছেন, মোট বারোবার ।
বিএনপির সর্বোচ্চ নীতি নীর্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন তিনি, যদিও জীবনের শেষ কয়েক মাস সক্রিয় রাজনীতি থেকে একরকম বিদায়ই নিয়েছিলেন৻
১৯৩২ সালে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জন্ম। পেশায় তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি র সাথে তাঁর সম্পৃক্ততার শুরু, এরপর দীর্ঘ সময় সক্রিয়ভাবে রাজনীতি করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj