চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ চুনারুঘাট সরকারী কলেজে জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধে এক আলোচনা সভা দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক জনাব রিপন কুমার সিংহ এর সভাপতিত্বে ও বাংলা প্রভাষক জনাব মিলি আক্তার এর সঞ্চালনায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারী কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল। বিশেষ অতিথি উপ-অধ্যক্ষ জনাব হারুন মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার, অভিভাবক ও গণমাধ্যম ও অভিভাবক প্রতিনিধি জনাব সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী ও কলেজের প্রভাষকবৃন্দ। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের, গীতাপাঠ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সত্যরঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের প্রভাষক রবিউল হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেয়া সিংহা, সুমি আক্তার, সাজিদ আহাম্মদ, সায়েম তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অসিত কুমার পাল বলেন, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সচেতনতার মাধ্যমে সমাজ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের রাহুর কাছ থেকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,আজ আমরা সকলের শপথ হউক সন্ত্রাস জঙ্গীবাদ যেখানে আমরা সেখান থেকেই তাকে রুখতে হবে এবং স্বমূলে ধ্বংস করতে হবে।
তিনি আরও বলেন, যেখানে সন্ত্রাস ও জঙ্গীবাদের তৎপড়তা চোখে পড়ে সেখান থেকেই পুলিশ প্রশাসনকে অবগত করতে হবে। সকল অভিভাবক জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন লোকরা ঐক্যবদ্ধভাবে সকল শিক্ষার্থীদের খোজখবর রাখতে হবে। এই কলেজে কোন শিক্ষার্থী একাধারে ৩ থেকে ৭ দিন অনুপস্তিত থাকলে আমি তাদের নামের তালিকা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করব। এতে তাহাকে ছাড় দেওয়া যাবে না।
তাই সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন তোমরা যথা সময়ে কলেজে আসবে এবং ক্লাসে উপস্থিত থাকবে এবং অভিভাবকদের বলে আপনারা আপনাদের ছেলে মেয়েদের খোজ খবর সব সময় রাখবেন। বর্তমান সরকার সন্ত্রাস দমনে যে পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করে আমরা এদেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গীবাদকে নির্মূল করতেই হবে। কোন ধর্মে বা ইসলামে জঙ্গীবাদ ও সন্ত্রাসের স্থান নাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj