মোঃ রহমত আলী ॥ “জঙ্গীবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক, সারা দেশে সন্ত্রাস, রুখে দাড়াও জনসমাজ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজে সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্ব স্ব প্রতিষ্টান উক্ত সমাবেশ আয়োজনে করা হয়।
হবিগঞ্জ সরকারী মহিলা কলেজে অনুষ্টিত জঙ্গি বিরোধী সমাবেসে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃবদরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, কোনো নিরক্ষর ব্যক্তিকে সন্ত্রাসবাদের কাজে জড়ানো হয়নি। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদের কাজে জড়িয়ে শিক্ষাঙ্গণকে কুলষিত করা হচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে শান্তিপূর্ণ দেশ ও সমাজ তৈরী করতে পারে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের সকল ছাত্রছাত্রীকে জঙ্গী ও সন্ত্রাসবাদী ঘৃণ কাজ থেকে নিজেকে দূরে থাকার আহবান জানান তিনি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজমুল হক’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেণ নবগিঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমন্বয় কমিটি সাধারণ সম্পাদ এডভোকেট মোঃ লুৎফর রহমান, জেলা পুলিশিং কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ তাজ উদ্দিন সুফি ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। শিক্ষার্থীদের মাঝে বক্তৃতা করেণ লাইলি আক্তার। তাছাড়া একেই সাথে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে স্ব স্ব প্রতিষ্টানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj