কামরুল হাসান: সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আ.স.ম আফজল আলীর বড় ভাই আলহাজ্ব আহমদ আলী শায়েস্তাগেঞ্জর মাটিতে চিরনিদ্্রায় শায়িত হলেন। নিহত আহমদ আলী বিশিষ্ট আলেম মরহুম মাওলানা আশরাফ আলীর বড় ছেলে।
শুক্রবার বিকাল ৫টায় কুতুবের চক ঈদগা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তালুকহড়াই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন- শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক। এর আগে সকাল ৬টার দিকে আহমদ আলীর মরদেহ সৌদি আরব থেকে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ লাশের কফিন স্বজনদের কাছে হস্তান্তর করেন। লাশ বহনকারী গাড়ী দুপুর ২টার দিকে বাড়ীতে পৌছায়। এসময় লাশের অপেক্ষায় থাকা স্বজন, প্রতিবেশিদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। যারা লাশ দেখতে গেছেন কেউই চোখে পানি ধরে রাখতে পারেননি।
জানাযার নামাজের আগে মরহুম আহমদ আলীকে স্মরণ করে স্মৃতিচারণ করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, মরহুমের ছোট ভাই আ.স.ম আফজল আলী।
উল্লেখ্য, ২৫ আগস্ট বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ আলী। এর আগে সকাল ৯টার দিকে বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে স্কর্লাশীপ নিয়ে পড়ালেখার জন্য মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হন। পড়ালেখা শেষ করে বেসরকারি একটি কোম্পাপানীতে চাকুরী করেন। প্রবাসের দীর্ঘজীবনে এলাকার বহু লোকজন সহযোগীতা করেছেন সৌদি আরবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj