বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষনা করলেন সংস্লিষ্ট চেয়ারম্যানরা।
বুধবার উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ চত্তরে একযোগে সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বানিয়াচংয়ে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার পরিকল্পনা গ্রহন করেন।
জানা যায়, গত ২৮ আগষ্ট ২০১৬ পর্যন্ত উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে সভা আহ্বানের মাধ্যমে স্ব স্ব ওয়ার্ডকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করেন ইউপি সদস্যরা।
বুধবার ১ থেকে ১৫টি ইউনিয়নে এক যোগে সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে স্ব স্ব ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষনা করেন। এবং জনগণকে স্বপথ বাক্য পাঠ করান চেয়ারম্যানরা।
বিকাল ৪ ঘটিকায় সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২ নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্তরে। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ,ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আলিম প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,বাল্য বিবাহ একটি মরন ব্যাধি। আগামী ৮ সেপ্টেম্বর উপজেলা চত্তরে ১৫টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে বিশাল জনসমাবেশে বানিয়াচং উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj