সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর জে,সি হাইস্কুল এন্ড কলেজ এর সামনে বসে এলাকার কিছু দুস্কৃতিকারী বখাটের যুবকরা উক্ত স্কুল এন্ড কলেজের ছাত্রীদের কে যৌন হয়রানী, ইভটিজিং করা সহ ফেসবুকে কু-মন্তব্যের প্রতিবাদে অভিভাবকরা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাড়িয়েছে। জানা যায়, গতকাল সোমবার সকাল ১১ টায় জগদীশপুর জে,সি হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডি সভাপতি পীরজাদা সৈয়দ গিয়াছুল হোসাইন ওরফে ফারুক মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসগর আলীর পরিচালনায় অসংখ্য অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্যদের উপস্থিতিতে বখাটে যুবকদের আড্ডা ও ফেসবুকে গভনিংবডি এবং প্রতিষ্ঠান সম্পর্কে কু-মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে অবিভাবকদের পরামর্শ সভা ও তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত বিষয়ে বক্তব্য রাখেন ৭নং জগদিশপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ফারুক, নাছির খাঁন, আলহাজ¦ জাহেদ খাঁন প্রমূখ। বক্তারা বলেন বখাটেদের আড্ডার বিরুদ্ধে অভিভাবকরা সোচ্চার হয়ে সবাই মিলে আইনের আশ্রয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট স্কুল – কলেজ চলাকালীন সময়ে পাশর্^বর্তী দোকান গুলোতে বখাটে যুবকরা কেরাম বোর্ড, দাবা জাতীয় কোন ধরনের খেলা খেলতে পারবেনা। এমনকি উক্ত দোকান গুলোতে টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখলে এই আড্ডা অনেকাংশে হ্রাস পাবে। এদিকে স্থানীয় প্রশাসন বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে অভিভাবক মহল মনে করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj