রায়হান আহমেদ, সংবাদদাতা : বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে আগষ্ট মাসের ১৫ তারিখ ঘাতকরা নৃশংসভাবে হত্যা করে। এ শোকের মাসে শোক পালনে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় গত ২৭ আগষ্ট রোজ শনিবার সন্ধ্যা ৭টা থেকে ১১.৩০ মি. পর্যন্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ-পুরান বাজার আঞ্চলিক ছাত্র লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রহমান হারুন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট-মাধবপুরের সাংসদ এ্যাড. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ৭নং উবাহাটা ইউ. পি’র নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, চুনারুঘাট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি শহীদ উদ্দিন জুসনু, ১০নং ইউ. পি’র সাধারণ সম্পাদক ছামাদ মাস্টার, চান্দ আলী মেম্বার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, মোঃ কদ্দুস মিয়া, মোঃ জামাল মেম্বার, রাসেল, সুমন প্রমুখ।
প্রধান অতিথি এ্যাড. মাহবুব আলী বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। স্বাধীনতার কয়েক বছর পরই ঘাতক বাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছে আমাদের মহান নেতাকে। কিন্তু যে যত ষড়যন্ত্রই করুক না কেন, যত দিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু আমদের শক্তি, আমাদের চেতনার শক্তি।
আলহাজ্ব রজব আলী বলেন, নিজের আরাম-আয়েশ ত্যাগ করে যে নেতা দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। পঁচাত্তরের ঘাতকরা যে কু-মতলব নিয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে, তাতে তারা সফল হয়নি। আমরা মুজিব সেনারা বেঁচে থাকতে তাদের সফল হতে দেব না। আমরা, আপনারা পাশে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আরো সমৃদ্ধশালী হবে।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj