হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ডিবি ও সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বাহুবলের চাঞ্চল্যকর শিশু হত্যাসহ হবিগঞ্জের নারী নির্যাতন, ডাকাতি ও খুনের মামলার ১১ আসামীকে আটক করেছে।
শুক্রবার ভোররাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, ডিবি পুলিশ বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে উত্তরসুর গ্রামে অভিযান চালায়।
এ সময় দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার পুত্র বাবুল মিয়া (৩০) ও বাহুবল সদরের আব্দুস সমেদের পুত্র সিজিল (২৮) কে আটক করে। এরা উত্তরসুর গ্রামের আফজল মিয়ার কন্যা শিশু সুলতানা হত্যা মামলার আসামী বলে জানায় পুলিশ।
এ ছাড়া সদর থানার ওসি ইয়াসিনুল হকে নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীররাতে সদরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায়।
এ সময় উমেদনগর এলাকার বাসিন্দা সফর আলীর পুত্র কদর মিয়া (২৫), রশিদ মিয়ার পুত্র তাহির মিয়া (৩০), গোপালপুর গ্রামের আক্রাম আলীর পুত্র জমির আলী (৩০), মৃত মুতি মিয়ার পুত্র কদর আলী (৫০), আক্রাম আলীর পুত্র রহমত আলী (২৫), সিদ্দিক আলীর পুত্র আক্রাম আলী (৫৫), কাশীপুর গ্রামের মৃত আরশেদ আলীল পুত্র জামাল উদ্দিন (৫৫), জয়নগর গ্রামের আব্বাস মিয়ার পুত্র মুছন আলী (৩৫) ও হাসান আলীর পুত্র মুসা মিয়া (৩৫) কে আটক করে।
ওসি জানান, আটকদের বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গতকালই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj