মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে :-
হবিগঞ্জের নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জুয়ারীকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ১ ব্যক্তিকে নগদ অর্থদন্ড করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের হরিনগর গ্রামের মুহিব উল্লাহর পুত্র জুয়ারী আলাল মিয়া, ছত্তর মিয়ার পুত্র ফজলু মিয়া, মৃত জব্বার মিয়ার পুত্র ইসমাইল মিয়া ও প্রকাশ্যে ধুমপানের অপরাধে করগাও ইউনিয়নের পুরুষউত্তমপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে রিয়াজুল হক কে নগদ ১০০টাকা অর্থদন্ড করা হয়। প্রত্যেকের অনাদায়ে আরো ১দিন করে কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
গত রবিবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার হরিনগর হাওড়ে জুয়ারীদের ধরতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ৩জন কে গ্রেফতার করলেও আরো অনেক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মুহম্মদ লুৎফর রহমানের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের উপরোক্ত দন্ড দেয়া হয়। অপরদিকে উপজেলা প্রাঙ্গনে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ভ্রাম্যমান আদালত ১জনকে নগদ অর্থদন্ড করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj