অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে সৌদি আরবের তায়েফ পৌঁছেছেন এক চীনা মুসলিম। চীনের জিংজিয়াংয়ের অধিবাসী এই মুসলমানের নাম মুহাম্মদ। চীন থেকে সাইকেল চালিয়ে সৌদি পৌঁছতে তাকে ৮ হাজার ১৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। খবর গালফ নিউজের।
মুহাম্মদের এ অসাধ্য সাধনে আনন্দ প্রকাশ করেছেন তার সতীর্থরা। তায়েফে পৌঁছার পর সেখানকার স্থানীয় সাইক্লিং ক্লাব তাকে স্বাগত জানায়।
মুহাম্মদ বলেন, হজ করার ইচ্ছা ছিলো ছোটবেলা থেকেই। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারত করা ও রওজায় পৌঁছে রাসূলকে সালাম করার শখ থাকলেও আমার আর্থিক সঙ্গতি নেই। সেজন্য বাইসাইকেলে হজ করার সিদ্ধান্ত নিই। অবশেষে আল্লাহতায়ালার অশেষ রহমতে সফল হয়েছি। এজন্য তার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই।
ভয়ংকর চ্যালেঞ্জ সত্ত্বেও হজ পালনের জন্য সাইকেল চালিয়ে মুহাম্মদ চীন থেকে রওনা দিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও ইরাক হয়ে সৌদি আরব পৌঁছেছেন।
এ বছর চীন থেকে সাড়ে ১৪ হাজার মুসলমান হজব্রত পালন করবেন। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, ইতোমধ্যে ১১ হাজার চীনা হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এর আগে ২০১৪ সালে মালয়েশিয়া থেকে কিছু যুবক সাইকেল চালিয়ে হজ পালন করতে সৌদি আরব যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj