হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাঙালি জাতির শোকের মাস হলো আগস্ট।
১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের লোকজনকে হত্যা করে দেশের অপূরণীয় ক্ষতি করেছে স্বাধীনতা বিরোধী চক্র। তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।
সোমবার সন্ধায় সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা দোয়া মাহফিল এবং জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুস্কৃতিকারীদের সতর্কতার সাথে মোকাবেলার জন্য সকলের প্রতি আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম রায়ের পরিচালনায়- সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক ও নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মোতালিব, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ সফর আলী, সহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj