এটিএম সালাম / মতিউর রহমান মুন্না ,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় ডিগ্রী কলেজ' কে সরকারীকরণের ঘোষনায় নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে।
পাশাপাশি উক্ত কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক মন্ডলী, গভঃবডি, শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, নবীগঞ্জের ঐতিহ্যবাহী এ বিদ্যাপিট ১৯৮৪ সালে বন্যা আশ্রয় কেন্দ্রে চালু হয়েছিল। রাজনীতি মুক্ত গুটিকয়েকজন ছাত্র ছাত্রী নিয়ে শুধুমাত্র মানবিক ও বানিজ্য বিভাগ দিয়ে কলেজটি চালু হয়।
দীর্ঘ প্রায় ১০ বছর পরে ১৯৯৪ ইং সনে জন্তরী গ্রামের জমিদার বাড়িসহ কয়েকজন শিক্ষা অনুরাগীর দানকৃত ভুমিতে নবীগঞ্জ কাজিরবাজার সড়কস্থ জন্তরী গ্রামের সন্নিকটে কলেজটি স্থানান্তরিত হয়। বর্তমানে অর্নাসসহ সকল বিভাগে প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী রয়েছেন ওই কলেজে। সুন্দর মনোরম পরিবেশে নতুন নতুন ভবন ও সীমানা প্রাচীর বেষ্টিত সবুজ ঘাসে সমারোপ কলেজটি অনেকেরই দৃষ্টি নন্দন করে। ঐতিহ্যবাহী উক্ত কলেজটিকে জাতীয়করণের দাবী উঠেছিল কয়েক বছর আগ থেকেই।
এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিব চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, শিক্ষকমন্ডলীসহ সরকারী দলের অনেক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় সরকার গত শনিবার নবীগঞ্জ কলেজটি জাতীয়করণের ঘোষনা দেন। এ খবর পেয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল মহলে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। অনেকেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিক্ষকমন্ডলী ওও গভঃবডির সদস্যবৃন্দ এ কলেজকে জজাতীয়করণের ঘোষনা দেয়ায় প্রধানমন্রী শেখ হাসিনা, শিক্ষামন্রী নুরুল ইসলাম নাহিদ, এমএ মুনিব চৌধুরী বাবু এমপি, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, নবীগঞ্জ কলেজ সরকারীকরণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
আজ তা বাস্তবায়িত হওয়ায় আল্লাহর কাছে লাখ শোকরিয়া আদায় করছি। সেই সাথে মাননীয় প্রধানমন্রী, শিক্ষামন্রী ও শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নবীগঞ্জ বাহুবলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
এখন কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজ। নিজস্ব জায়গায় সুপ্রতিষ্টিত হয়েছে । অবশেষে সরকারীকরণ হল প্রিয় কলেজটি।
প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, সারাদেশের উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ জাতীয়করণ একমাত্র জননেত্রী শেখ হাসিনা' র সরকারের পক্ষে সম্ভব হয়েছে। শুধু নবীগঞ্জ কলেজ নয়, এর আগে শত বছরের ঐতিহ্যবাহী নবীগঞ্জ জেকে হাইস্কুলটিকেও সরকারীকরণ করা হয়েছে। এই সরকারের প্রতি নবীগঞ্জবাসী চীরঋনি।
তিনি বলেন, সরকারের অসামন্য অবদানের জন্য নবীগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj