আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে কালনী নদীর পানিতে পড়ে দুই শিশু নিঁখোজের একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের রনিয়া গ্রামের বাসিন্দা নাজির মিয়ার পুত্র শফিকুল মিয়া (৭) ও একই গ্রামের বাসিন্দা কাসেম মিয়ার মেয়ে রীনা বেগম (৫) গত শুক্রবার দুপুরে খেলা করতে বাড়ির অদূরে কুশিয়ারার কালনী নদীর তীর নোঙ্গর করা একটি নৌকায় উঠে।
খেলার এক পর্যায়ে সকলের অগোচরে উভয়ে নৌকা থেকে নদীতে পড়ে যায়। প্রবল স্রোতের কারনে নিখোজ দুজনই তলিয়ে যায়। শিশুদের স্বজনরা আশপাশের এলাকা সহ নদীর সম্ভাব্য স্থান সমূহে জাল ফেলেও তাদের কোন হদিস করতে পারেনি।
শনিবার দুপুরে কাকাইলছেও চৌধুরী বাজারের অদূরে নদীর পানিতে একটি মেয়ে শিশুর লাশ ভেসে উঠে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশু রীনা’র লাশ সনাক্ত করে, পর উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এদিকে একই সময়ে কিশোরগঞ্জের মিটামইনের কাটখাল বাজারের অদূরে নদীর পানিতে বিষহরী কোণা নামক স্থানে একটি ছেলে শিশুর লাশ ভেসে উঠে।খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শিশু শফিকুল এর লাশ সনাক্ত করে লাশ নিয়ে আসে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের স্বজনরা লাশ সনাক্ত করে সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে তাদের দাফন করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj