ডেস্ক : নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম আকুঞ্জি ও তারা মিয়ার হত্যাকান্ডকে কাপুরুষোচিত ও হৃদয়বিদায়ক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন এধরণের হিংস্র তৎপরতার যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই।
এদিকে ইমাম আকুঞ্জির হত্যায় রোববার আনুষ্ঠানিক বিৃবতি দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র ডি ব্লাসিও। রোববার এক লিখিত বিবৃতিতে তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘মাওলানা আকুঞ্জি ও তারা মিঞাকে হত্যার পেছরে কারণ সম্পর্কে আমরা এখনো জানি না। আমরা জানি মুসলিম কমিউনিটি ধর্মান্ধতার ধারাবাহিক লক্ষ্যবস্তু।’
তিনি আরো বলেন, নিউ ইয়র্ক সিটি পুলিশ অচিরেই খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনবে বলেও আশ্বাস দেন মেয়র ডি ব্লাজিও।
এদিকে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় রোববার দিনভর বিক্ষোভ করেছে বাংলাদেশী ও মূলধারার নেতারা। বিক্ষোভকারী অনেকে একে বিদ্বেষমূলক হামলা বলে দাবি করেন। আর এমন হামলার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখনো এ হত্যাকান্ডের কোনো কারণ জানতে পারেনি তারা। আর হত্যাকান্ডের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সর্বশেষ খবরে জানা গেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বর্ণনা নিয়ে হত্যাকারীর স্কেচ তৈরি করেছে পুলিশ। ওই স্কেচসংবলিত পোস্টার নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে। সন্দেহভাজন ওই খুনিকে ধরিয়ে দিতে পারলে ২৫০০ ডলার (প্রায় ২ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে নিউ ইয়র্ক পুলিশ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডেইলি নিউজ বাংলাদেশি ইমাম ও তার সহকারী হত্যার ভিডিও প্রকাশ করেছে। সিটিটিভির ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সাদা পোশাক পরিহিত বাংলাদেশি ইমাম ও তার সহকারী হাঁটছিলেন। এমন সময় এক ব্যক্তি তাদের পেছনে ধেয়ে আসে এবং দুজনেরই মাথায় গুলি করে। পরে দ্রুত পালিয়ে যায় ওই ব্যক্তি।
সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটায় ইমাম আকুঞ্জি ও তারা মিয়ার জানাজা নিউ ইয়র্কের গ্রান্ট এভিনিউ মিউনিসিপল পার্কে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজা শেষে ইমাম আকুঞ্জির লাশ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে কমিউনিটির নেতারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো ধর্মীয় ইমামকে হত্যার ঘটনায় পুরো যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি।
উল্লেখ্য শনিবার নিউ ইয়র্কের ওজনপার্কের বাংলাদেশী অধ্যুষিত লিবার্টি এভিনিউর ও ৭৯ স্ট্রীটের কোনায় প্রকাশ্য দিবালোকে দু’জন বাংলাদেশীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মারা যান স্থানীয় মসজিদের ইমাম ও খতিব আলাউদ্দিন আকুঞ্জি। এসময় তিনি মসুল্লিদের সাথে মসজিদ থেকে জোহরের নাম আদায় করে বাসার দিকে ফিরছিলেন।
ঘটনার সময় ইমামের সাথে থাকা মুসল্লি ও স্থানীয় বাসিন্দা তারা মিয়াও গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj