হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর ৫টি ট্রেডে প্রায় ১৫ হাজার বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে প্রায় ৮হাজার প্রশিক্ষিত যুবক-যুবতী আত্নকর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
আন্তির্জাতিক যুব দিবস ২০১৬ উপলক্ষে হবিগঞ্জে ২ শতাধিক যুবক ও যুবতীর মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
শুক্রবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে দিবসটি পালন উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুকন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফখর উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক হাবিবা রওশন জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
সংসদ সদস্য বলেন, সরকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সারাদেশে যুবক-যুবতিদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই আজ আমাদের লক্ষ্য। নারী পুরুষের সমতা আনার জন্য দেশে ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। যার ফলে বহু বেকার যুবক যুবতির কর্মসংস্থান হয়েছে।
আবু জাহির এমপি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তর হয়েছে। কেউ আর বাংলাদেশকে গরীব বলে উপহাস করতে পারবে না। পুরোপুরিভাবে নারী পুরুষের ক্ষমতার সমতা আনা সম্ভব হলে দেশে নারী নির্যাতন থাকবে না। নারী পুরুষ সবাই শান্তিতে বসবাস করার সুযোগ লাভ করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj