ডেস্ক : জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন আর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
প্রায় ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে শুরু হয়।
এর আগে অস্ত্রোপচারের আগে টাইগার পেসারকে ফোন করেস সাহস যোগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মোস্তাফিজের অস্ত্রোপচারের সর্বশেষ খবর জানতে ফোনে কথা বলেন হাসপাতালে উপস্থিত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গেও।
প্রধানমন্ত্রী বোলিং বিস্ময় মোস্তাফিজকে সাহস যোগাতে বলেন, ভয় পেয়ো না, সুস্থ হয়ে শিগগিরই তুমি আবার ফিরে আসবে ক্রিকেট মাঠে।
মোস্তাফিজের প্রতি বিশেষ নজর রাখতে প্রধানমন্ত্রী বিসিবি প্রেসিডেন্টকেও পরামর্শ দেন তখন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের আগে লন্ডনে ছুটে যান বিসিবি সভাপতি পাপন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও রয়েছেন হাসপাতালে মোস্তাফিজের পাশে।
কাটার মাস্টার মোস্তাফিজকে সাহস যোগাতে বুপা হাসপাতাল প্রাঙ্গণে বিসিবি সভাপতি ও প্রধান চিকিৎসক ছাড়াও উপস্থিত রয়েছেন ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানসহ সাংবাদিকরা।
কাঁধের চোট সারাতে গত মঙ্গলবার (২ আগস্ট) ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানান, তিনি ২২ আগস্টের আগে মোস্তাফিজের কাঁধের চিকিৎসা চালাতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হন মোস্তাফিজ। গত ২৯ জুলাই মোস্তাফিজের কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন শল্য চিকিৎসক টনি কোচার।
আর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস ২০০৬ সালের ২৭ মার্চ লন্ডনের সেন্ট জন অ্যান্ড সেন্ট এলিজাবেথ হাসপাতালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাঁধেও অস্ত্রোপচার করেছিলেন।
লন্ডনে যাওয়ার আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে ৫/৬ মাসের মধ্যে মোস্তাফিজ মাঠে ফিরতে পারবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj