সানিউর রহমান তালুকদার, (নবীগঞ্জ) আইনগাঁও থেকে ফিরে এসে॥ দূর্গুম পাহাড়ী অঞ্চলের খ্যাতিমান দিনারপুর পরগণার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও, নাড়ান্দি গ্রামের সাথে সংযুক্ত ঢাকা-সিলেট মহাসড়কের পুরনো এই প্রধান সড়কের নির্মিত ব্রীজটির বেহাল দশায় পরিণত, দেখার যেন কেউ নেই।
ঢাকা-সিলেট মহাসড়ক নির্মানের পর এখন যান-চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে পুরনো সড়কটি।
কিন্ত থেমে থাকেনি পল্লী গ্রামের পথচারী মানুষ। গতকাল সরেজমিনে গিয়ে জানাযায়, এই সড়কটি উপজেলার আইনগাঁও ও নাড়ান্দি গ্রামের চলাচলের একমাত্র প্রধান সড়কে পরিণত হয়েছে। আইনগাঁও পুরনো এই সড়কের নির্মিত ব্রীজটির উপরে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন পথচারী পল্লী গ্রামের বাসিন্দা সহ এ সড়কে চলাচলগামী ছোট-ছোট যানবাহন গুলো।
প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করেন স্কুল, কলেজ, মাদ্রাসাগামী সহ দুই গ্রামের শতাধিক ছাত্র-ছাত্রীরা। তবে ব্রীজটির এই অবস্থায় দেখা দিলে যানও মালের নিয়েই চলাচল করতে হয় গ্রামবাসীদের। রাতের আধারে সড়ক দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পল্লী গ্রামের খেটে-খাওয়া সাধারন মানুষ।
অজান্তে কোনো গাড়ী এই সড়কে ঢুকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে করেন গ্রামবাসীরা। পুনরায়া এই ব্রীজটি সংস্কার না হলে ধীরে ধীরে ভেঙ্গ গিয়ে একেবারে চলাচলের অনুউপযোগী হয়ে পড়বে। ফলে এলাকাবাসী এই ব্রীজটি পুনরায় সংস্কারের জন্য উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুতসহকারে সু-দৃষ্টি কামনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj