হবিগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী জ্বালাও, পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্য ও সরকারের দমন পীড়নের প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার বিকেলে সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মো. মুজিবুর রহমান। এতে বক্তৃতা করেন পিযুষ চক্রবর্তী, নূরুল হুদা চৌধুরী শিবলী, অ্যাডভোকেট জুনেদ আহমেদ, মুরলী ধর দাস, হুমায়ূন খা, পিকে সূত্রধর, আসমা খানম হ্যাপী, আব্দুল হাকিম, মাহমুদা খা প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট অবরোধের নামে যেভাবে দেশে নাশকতা চালাচ্ছে তা কোন সুস্থ ধারার রাজনীতিতে পড়েনা। এটি কোন অবস্থায়ই কাম্য নয় যে পেট্রোল বোমা দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা। মানুষের কোটি টাকার গাড়ি পুড়িয়ে দেয়া। এটি সাধারণ মানুষের জন্য রাজনীতি নয়। অপরদিকে সরকার যেভাবে বিরোধীদের দমন পীড়ন চালাচ্ছে তা-ও কাম্য নয়। সরকারের এ দমন পীড়ন সন্ত্রাসীদের আরও উসকে দেয়। দু’পক্ষের এমন বিরোধপূর্ণ মনোভাবের কারণে সন্ত্রাসবাদীরা দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পায়। অতএব এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উভয়পক্ষকে এখনই গ্রহণযোগ্য একটি পদক্ষেপ নেয়া দরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj