উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে হবিগঞ্জ জেলা কবিতা পরিষদের উদ্যোগে গত শনিবার বিকালে নবীগঞ্জ মধ্যবাজারস্থ পরিষদের অস্থায়ী কার্য্যালয়ে বর্ষাকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক। পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি সাইফুল ইসলাম সারং’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবি প্রতিমা রাণী বণিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক কালীপদ ভট্টাচার্য্য ও জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক কবি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃহাবিবুর রহমান চৌধুরী শামীম, রংধনু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাখাল সূত্রধর, রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লব আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম স্বর্ণা, প্রচার সম্পাদক অজিত সরকার, সহ-প্রচার সম্পাদক শ্রীপদ দাশ,সাংস্কৃতিক সম্পাদক কিশোর সুমন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমন দাশ, সহ-প্রকাশনা সম্পাদক বাক্য কুমারী স্বর্ণা, সহ-সাহিত্য সম্পাদক পিনাকী আচার্য্য, দপ্তর সম্পাদক বিভাস চন্দ্র রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেণ ‘বর্ষা ছাড়া বাংলাদেশে যেভাবে ফসল উৎপাদন সম্ভব নয় তেমনি বর্ষা ছাড়া কাব্য বা সাহিত্য চর্চাও অসম্ভব বলা যায়। আর তাই সঙ্গত কারণেই বর্ষা বাংলা সাহিত্যের প্রাণ।
বর্ষা নিয়ে কবিতা লিখেননি বা সাহিত্য চর্চা করেননি বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে এমন কবি বা সাহিত্যিক পাওয়া যাবে না। তবে বর্ষা নিয়ে যিনি সবচেয়ে বেশি লেখালেখি করেছেন তিনি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের প্রধান রূপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।’ পরে সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদ্ধসঢ়;যাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj