উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জ জেলা প্রশাসন ও নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের উপর ভিডিও কনফারেন্স ও সুধী সমাবেশে হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, জঙ্গীবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গীবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সহকারী কমিশনার (ভুমি)জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্বা সংগঠক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার,ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, সত্যজিত দাশ, মেহের আলী মহালদার, এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, জাবেদুল আলম চৌধুরী সাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়,আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল কাদির, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সইফা রহমান কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj