হবিগঞ্জ প্রতিনিধি : বিসিএস (পররাষ্ট্র ) ক্যাডারে স্থান লাভ ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করায় মোঃ জিয়াউর রহমান জিয়াকে সম্বর্ধিত করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার বিকেলে জেলা কালেক্টরেট সভা কক্ষে আয়োজিত এই জাকজমকপূর্ণ সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিসি সাবিনা আলম।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামশেদ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডিসি (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, এডিসি (সার্বিক) মোঃ শফিউল আলম, বিজ্ঞ এডিএম মোঃ এমরান হোসেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও অান্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন এবং সংশ্লিষ্ট সচিবের গর্ভধারিনী মা।
এছাড়া অনুষ্ঠানে সম্বর্ধিত ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া তার পারিবারিক জীবনের বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় ডিসি সাবিনা আলম বলেন, অনেক সরকারী কর্মকর্তারা ইচ্ছে থাকা সত্বেও তারা এমন লক্ষ্যে পৌছতে পারেননি। এক দুখিনী মা তার একক কষ্টে জিয়ার মতো সন্তানকে আজ উচ্চ শিখরে আসীন করতে পেরেছেন। যা প্রতিটি মানুষের জন্য অনুকরনীয়।
তিনি জিয়াকে এমনভাবে গড়ে তোলার জন্য তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সে যাতে রাষ্ট্রের সর্বোচ্চ পদের একজন ভাল কর্মকর্তা হিসেবে আসীন শুধু নয় প্রয়োজনে জনপ্রতিনিধির কাতারে চলে আসে তার প্রতি এমন অনুরোধ জানান।
পরে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জিয়ার হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্বর্ধিত করেন ডিসি সাবিনা আলম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj