উত্তম কুমার পার হিমেল,নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামে ইউপি নির্বাচনের জের ধরে রবিবার সকালে দুই দল লোকের ভয়াবহ সংঘর্ষে আর্ধ শতাধিক লোক আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সুত্রে জানা যায়, বাশডর গ্রামের সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন ও একই গ্রামের বিএনপি নেতা আকমল হোসেন এবং সুনাম উদ্দিনের মধ্যে বিগত ইউপি নির্বাচনের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে গ্রামের পঞ্চায়েত চলাকালীন সময়ে উভয় পক্ষের লোক জনের মধ্যে কথা কাটাকাঠির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
রবিবার সকালে গ্রামের ঈদগাহের পার্শবর্তী রাস্তায় আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন কে দেখা মাত্রই পুর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি নেতা আকমল ও সুনাম উদ্দিনসহ তাদের লোকজন জয়নাল আবেদীনের উপর অতর্কীত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আত্বীয় স্বজন এগিয়ে আসলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে।
এতে গুরুতর আহত মোঃ ওসমান গনি (৫৫), রাশীদ উদ্দিন(৩২), শরফ উদ্দিন(৩৫), নাজিম উদ্দিন(৫০), নানু মিয়া(৪০) ও রুজন মিয়া (২৫)কে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মোঃ সুনাফর আলী(৬৫), হছন মিয়া(৩৫), শামছুল হক(৩০), সুনাম উদ্দিন(৩৫), জুনাব আলী(৩০), মোঃ রমজান আলী(৪০) দুরুদ মিয়া(৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ঐ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj