এস এইচ টিটু,নূরপুর থেকে : হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ এর জানাযার নামাজে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে।
রবিবার সকাল সাড়ে ১০টায় বৃন্দাবন কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে রবিবার বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজগ্রাম নুরপুর হাইস্কুলের মাঠে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
নুরপুর হাইস্কুলের মাঠে জানাজায় ইমামতি ও মোনাজাত করেন মরহুমের ভাতিজা হাফিজ বেলায়াত হোসেন।
এর আগে মরহুম অধ্যাপক আব্দুল হামিদের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন,নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও জাতীয় দলের সাবেক ফুটবলার হাজী মুক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মো:ছালেক মিয়া, মাধধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম,আতাউর রহমান সেলিম,মশিউর রহমান শামীম, সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান,বিশিষ্ট মুরব্বী সাবুউদ্দিন মিয়া,শেখ বদিউল আলম,খন্দকার আলমগীর।
সরজমিনে গিয়ে দেখা যায়, দুরদুরান্ত থেকে মুসল্লিরা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে মুসল্লিরা আসতে থাকেন। নূরপুর হাইস্কুল মাঠে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে।জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার অধ্যাপক আব্দুল হামিদ তার কয়েকজন বন্ধুদের নিয়ে ৪ দিনের নৌবিহারে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন।
গতকাল শনিবার নৌকা ভ্রমনে গিয়ে হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৯টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭)বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ শিশুপুত্র, দুই ভাইসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj