মিজানুর রহমান সুমন: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের কালার ডোবা থেকে নৌকা ভ্রমণে বের হন ক্লাবের একঝাক সাংবাদিক।
ইঞ্চিন চালিত নৌকা ভাড়া করে যাত্রা করা হয় বিথঙ্গল ও দিল্লির আখড়ার পথে। বানিয়াচং হাওর পাড়ি দিয়ে বিথঙ্গল আখড়ার পাশ ঘেষে ভ্রমণের নৌকা পাড়ি দেয় দিল্লির আখড়ার দিকে। দিল্লির আখড়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অবস্থিত।
সাংবাদিকদের বহণকারী নৌকাটি দিল্লির আখড়ায় পৌঁছতে ঘড়ির কাটায় দেড়টা বেজে যায়। পরে দিল্লির আখড়ায় ফটোসেশন, সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলা ও ঘুরে দেখা হয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। আখড়ায় প্রবেশ করতে শুনাগেল কিছিরমিছির শব্দ ও বক পাখির আওয়াজ। বিশাল পুকুর পাড়ের গাছে গাছে দেখা গেল বিভিন্ন ধরণের পাখি। এ আখড়ার লোকজনের সাথে কথা বলে জানা গেল-পানকৌড়ি, সাদা বকের আস্তানা এখানে।
এদিকে দুপুরের খাবারের সময় গড়িয়ে যাবার আগেই আবার রওয়ানা দেওয়া হয় বিথঙ্গল আখড়ার দিকে। বিকাল ৩টার আগেই বিথঙ্গল আখড়ায় পৌছে আয়োজন দুপুরের খাবারের।
বিথঙ্গল একটি হাইস্কুলের বকুল তলায় খাবার সেরে নেন সাংবাদিকরা। খাবার ও নৌকা ভাড়ার কাজটি করেছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত। আর নৌকা ভ্রমণের মুল স্পন্সর ছিলেন- প্রেসক্লাবের সাবেক সদস্য ইটালি প্রবাসী ওসমান গনি হেলাল।
দুপুরের খাবারের পর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব সভাপতিত্ব করেন ।
সাধারণ সম্পাদক কামরুজ্জামন আল রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন, নৌকাভ্রমণের সঙ্গী হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন,আমীর ফারুক তালুকদার, সেলিম চৌধুরী, ইটালি প্রবাসী ওসমান গনি হেলাল,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।
এসময় ফটোসেশনের কাজটি সেরে নেন সাংবাদিক-কামরুল হাসান, সৈয়দ মাসুক ভান্ডরী, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শামীম চৌধুরী।