প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০১৪, ১১:৩৮ এ.এম
বাহুবলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেয়ার উদ্যোগ ॥ অভিভাবকের অর্থদন্ড
সংবাদদাতা : বাহুবলে তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছাত্রীকে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় এক মহিলাকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের মোস্তফা মিয়ার পুত্র এক সন্তানের জনক ইউসুফ আলী (৩৫) এর সাথে ওই ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হন। তাৎক্ষণিক আদালত বসিয়ে অভিভাবককে অর্থদন্ড প্রদান এবং বাল্য বিয়ে ভেঙ্গে দেয়া হয়। জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের মোঃ মদরিছ মিয়া ওরফে ফুল মিয়া দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছেন। তার প্রথম স্ত্রীর একমাত্র কন্যা খাদিজা বেগমকে তার বোন একই গ্রামের মৃত হাসিদ আলীর স্ত্রী নূর চানের তত্ত্ববধানে রেখে মালদ্বীপে কর্মরত আছে। খাদিজা বেগম তার খালা নূর চানের তত্ত্ববধানে থেকে স্থানীয় নোয়াঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করছে। ওই বিদ্যালয়ের ভর্তি রেজিস্ট্রারে তার জন্ম ২০০৬ সনের ২৫ জানুয়ারি। সে হিসেবে তার বয়স প্রায় ৯ বছর। এ অবস্থায় খালা নূর চান তার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়। এ খবর উপজেলা প্রশাসনে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ সময় নূর চানসহ সংশ্লিষ্টদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে বর্ণনা দিয়ে জানান যে, এটি দন্ডনীয় অপরাধ। তার পরামর্শে নূর চান তার ভুল বোঝতে পেরে খাদিজা বেগমকে বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবেন না বলে লিখিত অঙ্গীকার প্রদান করেন। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি নূর চানকে এক হাজার টাকা জরিমানা করেন। মুচলেকায় স্বাক্ষর করেন বর ইউসুফ আলীর পিতার মোস্তফা মিয়া, মা গুলবাহার, বোন আছমা আক্তার, মুরুব্বী মতুর্জ আলী, নায়েব আলী ও শিক্ষক মাহমুদ হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj