এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ “জঙ্গিবাদ নিপাত যাক” বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নাই,হবে না”। “জঙ্গিরা দেশ ও জাতির শত্রু” তাই বাংলার মানুষ আর জঙ্গিবাদ চায় না”।
এ শ্লোগান নিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমুরোড হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে, আমুরোড বাজরের গুল চত্বর পয়েন্টে জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। পহেলা আগষ্ট রোজ সোমবার সকাল ১১টায় আমুরোড হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন এবং হলি আর্টিজান ও শোলাকিয়ার নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাড়ি বদ্ধভাবে মিলিত হয়ে আমুরোড বাজারের গুল চত্বর পয়েন্টে এসে ২ কিলোমিটার সড়কের দু’পাশে সাড়ি বদ্ধভাবে দড়িয়ে এ মানববন্ধন কার্যক্রম শুরু হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় আমুরোড স্কুল এন্ড কলেজের এক হাজারেরও অধিক নবীন-প্রবীন এবং প্রাক্তন শিক্ষার্থীরা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ আশপাশের বিভিন্ন স্কুল, ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এতে যোগ দেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন গভার্নিংবডির সদস্য শামসুল আলম ফুল মিয়া, সহকারী প্রধান শিক্ষক আবু মো: জাকারিয়া, স্কাউট শিক্ষক আব্দুল কাদির,ডা: আলমঙ্গীর হোসেন প্রমূখ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন, কলেজ শাখার প্রফেসর শামসুর রহমান, হাবিবুর রহমান, রিপন কুমার, সাবিনা খাতুন ও তাসলিমা সুলতানা। স্কুল শাখার সহকারী শিক্ষক/শিক্ষীকা রহমত উল্লাহ, খন্দকার আবুল হাছান, রনজনা দেবী, আইয়ুব আলী, হাবিবুর রহমান,সালাউদ্দিন, রামেশ্বও ভোমিক, নিলুফার ইয়ছমিন, রহিমা খাতুন,সাইফুল ইসলাম, খুর্শেদ আলী, স্বপন তঁতী, নিলিমা আক্তার,সুপ্রিয় সিনহা, মাহমুদা আক্তার, আ: রাজ্জাক তালুকদার,অজিতদেব ও নুসরাত বিল্লাহ ইমা সহ অনেকেই।
মানববন্ধনে বক্তাগন বলেন, এদেশের মানুষ ধর্মান্ধতাকে মেনে নেবে না।
কয়েকজন জঙ্গির হাতে দেশের মানুষ জিম্মি থাকতে পারেনা।ছাত্রজনতাই এদেশের শক্তি। তাই প্রতিবাদই যথেষ্ট নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে সকলকে এ জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সাধারন মানুষকে সাথে নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj