শাহ মনসুর আলী নোমান : গত বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর কনফারেন্স কক্ষে জঙ্গীবাদ বিরোধী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জঙ্গীবাদ বিরোধী কমিটির আহবায়ক, প্রক্টর ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গীবাদ বিরোধী কমিটির উপদেষ্টাদ্বয় ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ এবং স্কুল অব বিজনেস- এর ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
উপদেষ্টাদ্বয় উনাদের বক্তব্যে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম, এতে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যাতে ভূল পথে পরিচালিত না হয় সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথিবৃন্দ আরও বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত খুবই সুনাম ও সুখ্যাতির সাথে সিলেট বিভাগ তথা সারা দেশে শিক্ষা ও জ্ঞানের আলো প্রজ্জ্বলন করে যাচ্ছে। এজন্য আমাদেরকে এই সুনাম ধরে রাখতে জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ আগষ্ট,২০১৬ (সোমবার) সকাল সাড়ে ১১ টায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র্যালী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত র্যালীতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।
উক্ত সভায় জঙ্গীবাদ বিরোধী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ওয়াহিদুজ্জামান খান, সহকারী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ, প্রভাষক নুসরাত রিকজা, প্রভাষক মেহেদী হাসান নাহিদ এবং প্রভিশনারী অফিসার শাহ মনসুর আলী নোমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj