মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : ঢাকা-সিলেট মহা সড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অংশের বিভিন্ন স্থানে বেহাল দশা বিরাজ করছে। উপজেলার আউশকান্দি এলাকা, মিনাজপুর, জালালপুর, সৈয়দপুর পর্যন্ত মহা সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমাট হয়ে যায়। এখানে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা নিয়েই হাজার হাজার যাত্রীদের চলাচল করতে হচ্ছে।
মাস দেড়েক আগে নামে মাত্র মেরামত করা হলেও বর্তমানে এর বেহাল অবস্থা বিরাজ করছে। এ যেন এক অভিবাবকহীন এক মহা সড়ক। কেউ যেন এর দায় নিতে রাজিনয়। খানা-খন্দ আর যত্রতত্র গর্তে পুরো রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। যাত্রীবাহি বাসসহ দেশী-বিদেশী পর্যটকবাহী গাড়ী ছাড়াও বিভিন্ন রকম যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র উদাসীনাতায় রাস্তার এমন অবস্থা বলে দাবী করছেন সাধারণ মানুষ। আবার কেউ কেউ বলছেন বড় বড় ট্রাক চলাচলের জন্যেই এমন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মালবোঝাই ট্রাক,লরি সহ দুরপাল্লার যাত্রীবাহি বাস, মাইক্রোবাস, কার ও এম্বুল্যান্স চলাচল করে।
কিন্তু রাস্তা খারাপ হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে।
মহাসড়কের এসব গর্ত রোড্ধসঢ়;স এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের নজরে পড়লে রাস্তা সংস্কারের জন্য মাঝে মধ্যে দেখা যায় শ্রমিক নিয়োগ করা হয়। কিন্তু নিন্ম মানের মাল ব্যবহার করে নাম মাত্র কাজ করার ফলে মাস খানেক যেতে না যেতে আবার পূণরায় রাস্তায় গর্তসহ খানা খন্দে পরিনত হয়ে যায়।
রাস্তার বড় বড় গর্তের কারণে রাস্তা ছেড়ে দূরপাল্লার গাড়িগুলো পথচারী চলাচলের রাস্তার পাশের অংশটি ব্যবহার করছে। এর ফলে মহা সড়কের পাশ্ববর্তী স্কুল, কলেজ ও মাদ্রসাগামী শিক্ষার্থীরা প্রাণহানির ভয় নিয়ে যাতায়াত করছে। এমনকি রাস্তার পাশের বাড়ি- ঘরগুলোরও নেই কোন নিরাপত্তা। যে কোন সময় দ্রুতগামী গাড়ি গুলো চিটকে পড়তে পারে তাদের বাড়ির উপরে।
ইতিপূর্বে এমন ঘটনাও ঘটেছে। এই রাস্তার দৃশ্যগুলো দেখার যেন কেউ নেই? স্থানীয়রা জানান, মাস দেড়েক আগে এই অংশগুলোতে মেরামত কাজ হয়। কিন্তু মানসম্পন্ন কাজ না হওয়াতে ফের এই পরিনতি বলে মনে করছেন এলাকার সচেতন মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতায় খুব শিগগিরই মহা-সড়কের সংস্কার কাজ শুরু করে দূর্ভোগ আর দূর্ঘটনার হাত থেকে মানুষকে রেহাই দিতে সর্বস্তরের মানুষ দাবী রাখছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj