চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় মৎস সপ্তাহ সমাপনী শেষে ইউএসএইড’র কাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের রেমা-কালেঙ্গা বনপ্রাণী অভয়ারণ সাইটের ১৩ জন উপকারভোগীকে মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল এ পুরস্কার প্রদান করেন। ক্রেল প্রকল্পের আর্থিক সহায়তায় ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের কারিগরি সহযোগিতায় ক্রেল প্রকল্পের উপকারভোগীগণ কার্প জাতীয় মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে তারা সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষ করছে। এরই স্বীকৃতি স্বরূপ ক্রেল প্রকল্পের স্থানীয় সেবাদানকারী (এলএসপি) আব্দুল জলিলকে ক্রেস্ট ও সনদ এবং ১২ জন উপকারভোগীকে সনদপত্র দেয়া হয়। পুরস্কার বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল বলেন, বাংলাদেশ মাছ চাছে বর্তমানে অনেক এগিয়ে গেছে। এ ক্ষেত্রে আপনাদের অবদান অনেক। মানুষ আগে সচেতন ছিলনা তাই পুকুর ও ডোবায় মাছ চাষ করা হত না। সরকার ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টায় মানুষ এখন সচেতন হয়ে মাছ চাষ করছে। ক্রেল প্রকল্পের লাইভলিহুড ফেসিলিটেটর শরীফুজ্জামান বলেন, আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষের জন ক্রেল প্রকল্প চাষীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ ক্ষেত্রে চুনারুঘাট সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার দপ্তর থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকি। জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ উপলক্ষে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতজনকে পুরস্কৃত করা হয়েছে সবাই ক্রেল প্রকল্পের উপকারভোগী। এটা আমাদের জন বড় অর্জন। উল্লেখ্য, প্রতি বছর জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সফল চাষীদের পুরস্কৃত করে থাকেন উপজেলা প্রশাসন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj