হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান বলেছেন, অপরাধ ও জঙ্গি দমনে সর্বস্থরের জনগণকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ ও জনগণ একই সঙ্গে সৎভাবে কাজ করলে অপরাধীরা মাথা উচু করার সুযোগ পাবে না।
তিনি রবিবার বিকেল ৪টার দিকে বাহুবল উপজেলা হলরুমে পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের সভাপতিত্বে ও এসআই কাজী জিয়া উদ্দিন সহ এসআই মফিদুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, শ্রমিক নেতা আশকার আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সোহেল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান প্রমুখ।
এদিকে, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন, ইসলামের নাম ভাঙ্গিয়ে মানুষ হত্যা সহ্য করা হবে না। ইসলাম হচ্ছে শান্তি ধর্মের নাম। সর্বশ্রেষ্ট জাতি হয়ে নিকৃষ্টতম কাজ করা আইয়্যামে জাহেলিয়াতের যোগকে ফিরিয়ে আনার লক্ষন। তাই জঙ্গি তৎপরাতরোধ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj