এম এ আই সজিব ॥ ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছকে শ্যোন এরেস্ট দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের শায়েস্তানগরস্থ দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে। পরে পৌরসভার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, যুবদল নেতা মতিউর রহমান মতি, সফিকুর রহমান সিতু, অলিউর রহমান অলি, দুলাল মিয়া, আবু ছালেহ, ছাদেকুর রহমান লিটন, সফিকুল ইসলাম সফিক, গাজী আক্তার, জি কে ঝলক, গোলাম মাহবুব, রবিউল আলম রবি, মনসুর হাসিন, মালেক শাহ, রুবেল খান চৌধুরী, শাহনুর পাশা, তৌফিকুর রহমান রুবেল, সেলিম মিয়া, বাদশা সিদ্দিকি, শেখ মোঃ শাহীন, আলকাছ মিয়া, মোঃ মাসুক মিয়া, নয়ন, এখলাছুর রহমান এখলাছ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- বার বার মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে মেয়র জি কে গউছের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। যতই নির্যাতন হবে জি কে গউছের স্থান মানুষের হৃদয়ে পাকাপোক্ত হবে। হবিগঞ্জবাসী এক দিন সকল অন্যায় ও ষড়যন্ত্রের জবাব দিবে। সেই দিন আর বেশি দুরে নয়। বক্তারা আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্যে বলেন- হামলা মামলা বন্ধ করুন, পুলিশের মাধ্যমে জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা মামলা না দিয়ে রাজনৈতিক ভাবে মোকাবেলা করুন। বক্তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং মেয়র জি কে গউছের মুক্তির দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj