হবিগঞ্জ প্রতিনিধি : সিপাহী জনতার মহানায়ক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জাতীয় বীর শহীদ কর্ণেল আবু তাহের বীরউত্তম মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন।
স্বাধীন-সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। কিন্তু ক্ষমতার লোভে জিয়াউর রহমান ১৯৭৬ সালের এই দিনে মুক্তিযুদ্ধে পঙ্গুত্ব বরণকারী কর্ণেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।
হত্যাকাণ্ডের বহু বছর পরে ২০১১ সালে এসে কর্ণেল তাহের হত্যাকে ঠান্ডা মাথার হত্যাকান্ড উল্লেখ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কর্নেল তাহের বীরোত্তমের ৪০তম হত্যা দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা জাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা সারাদেশে জঙ্গী হামলার হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতির মোকাবেলা করতে হলে জাসদ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। দেশের এই সংকটকালে দলের ঐক্যের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানান তারা।
হবিগঞ্জ জেলা জাসদ সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ চৌধুরী শাম্মুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শমসের আলম রুয়েল, জেলা জাসদের সাবেক সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, জাসদ নেতা জিয়াউল হাসান তরফদার মাহীন, সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাজ্য প্রবাসী জাসদ নেতা নাজমূল আজিজ যুবায়ের, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক জিএস শাকিল মোহাম্মদ, জেলা জাসদ নেতা তোতা মিয়া চৌধুরী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আঃ কাইয়ুম, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার জাহান লিটন, বাহুবল উপজেলা জাসদ সভাপতি আব্দুল কাইয়ুম মাহমুদ, নবীগঞ্জ উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ প্রমুখ।
এছাড়াও জাসদ, যুবজোট ও ছাত্রলীগের নেকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj