বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক গৃহবধূকে আটক করেছে মিরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পাহাড়াদাররা।
বুধবার ভোর পৌনে ৬টায় উপজেলার মিরপুর বাজার চৌমুহনীর পুলের পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়।
অপহৃতা স্কুল ছাত্রী উপজেলার নতুন বাজার এলাকার শাহজালাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের হরিধন চক্রবর্তীর মেয়ে শান্তা চক্রবর্তী (১৪)। অপহরণকারী উপজেলার হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে ফাতেমা বেগম (২৫)।
জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে সদস্য বিবাহিতা ফাতেমা আক্তার মঙ্গলবার সকালে অপহৃতা শান্তার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ার কথা বলে শান্তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে।
বিকাল পর্যন্ত অপেক্ষা করে শান্তা বাড়িতে না ফিরায় খোজাখুঁজি শুরু করে তারা। এক পর্যায়ে রাতে বাহুবল মডেল থানায় শান্তার পিতা হরিধন চক্রবর্তী বাদী হয়ে অপহরনকারী ফাতেমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
বুধবার ভোররাতে শান্তাকে নিয়ে ফাড়িঁ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে মিরপুর বাজার পৌছলে মিরপুর ব্যকসের পাহাড়াদার তোতা মিয়ার নজরে পড়লে তাদের আটক করে মিরপুর ব্যকস কার্যালয়ে নিয়ে আসে।
পরে মিরপুর ব্যকসের সাধারণ সম্পাদক মো: তারা মিয়া, সহ সভাপতি আবিদ আলী বুধন, যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী,সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক রুবেল মিয়া, দফতর সম্পাদক জুনাঈদ মুন্সি উপস্থিত হয়ে বাহুবল মডেল থানায় খবর দেয়।
খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু কর মিরপুর ব্যকস অফিসে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
অপহরণকারী ফাতেমা বেগম স্বীকার করেন, শান্তার পরিবার খুব গরীব বলে তাকে নিয়ে একটি গার্মেন্টেসে চাকুরী দিব বলে নিয়ে আসি। গত রাতে মিরপুর বাজারে আমার বোনের জামাই প্রবাসী লিটনের বাড়িতে থাকছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj