এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার সদর সংলগ্ন সাতকাপন মৌজার মহাসড়কের পাশে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে শতাধিক কৃষক তাদের জমিতে চাষাবাদ করতে বিড়ম্বনায় পড়ছিলেন। ওই এলাকায় অপরিকল্পিতভাবে বাসা বাড়ি ও স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে এসব জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছিল। পাশ্ববর্তী চলিতাতলা, সাতকাপন,হামিদনগর ও রাঘবপুর গ্রামের শতাধিক কৃষক ফসল ফলাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছিলেন। এ নিয়ে কৃষকদের পক্ষ থেকে অনেক চেষ্টা তদবির করেও জমির পানি নিস্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টরা ছিলেন ধরা ছোয়ার বাইরে। বিগত কয়েক বছর যাবত জমি শোভা পায়নি ফসলের বাহারে।
সম্প্রতি কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে বিষয়টি অবহিত করাহয়। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার এলাকা সরেজমিন পরিদর্শন করে অপরিকল্পিত আবাসন ব্যবস্থার কারণে জলাবদ্ধতা প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে পরিত্যক্ত পর্যায়ের জমিগুলো আবাদে উপযোগী করার লক্ষে পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন। তারই নির্দেশে কাবিখা প্রকল্পের আওতায় একটি খাল কনন করা হয়। এতে দীর্ঘদিন ধরে বিরাজমান এ সমস্যা দুরিভূত হওয়ায় চলতি বর্ষা মৌসুমে শতাধিক কৃষক তাদের জমিতে চাষাবাদের প্রস্ততি নিচ্ছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj