নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য ধান রোপন করায় শিক্ষক তপন পাল ও পরিবারের লোকজনের মাঝে তীব্র সন্তোষ বিরাজ করছে। যেকোন সময় এনিয়ে সংঘর্ষের আশংকা রয়েছে। এ নিয়ে নবীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মৌজা বড়শাখোয়া জে,এল নং ৭৩, এস এ খতিয়ান ১৬২,এস এ দাগ নং৩৫০১,বিএস দাগ নং ৬৩৪০ মোয়াজী ১৫ শতক এবং এস এ দাগ নং ৩৫০৩,বি এস দাগ নং ৬৩৪৩ মোয়াজী ১৬ শতক,মোট ৩১ শতক ভূমি করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের ক্ষিরোদ চন্দ্র পাল ও শিক্ষক তপন চন্দ্র পাল উত্তরাধিকার সুত্রে ভোগদখল করিয়া আসিতেছেন।
কিন্তু উক্ত ভুমি একই গ্রামের মৃত রেজাক উল্লার পুত্র মিজানুর রহমান জোরপূর্বক দখলে নেওয়ার জন্য চেষ্টা করলে ক্ষিরোদ চন্দ্র পাল বাদী হয়ে একই গ্রামের মিজানুর রহমানের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে সত্ত্ব মামলা নং ২০/১৬ দায়ের করলে আদালত গত ১৬/৩/১৬ইং তারিখে ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করলে বিবাদী এর কোন উত্তর দেয়নি এবং কোন কাগজপত্র দেখাতে পারেনি।
গত ২৮ জুন ঐ ভুমিতে শিক্ষক তপন পালের লোকজন কাজ করতে গেলে বিবাদী মিজান এতে বাধা দেয়। বিষয়টি নিয়ে ঐদিনই শিক্ষক তপন পাল বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুমি দখলে নিতে গত রবিবার রাতের আধারে বিবাদী মিজান ও তার লোকজন ঐ ভুমিতে ধান রোপন করে দখলে নেওয়ার চেষ্টা করে।
এভাবে রাতের আধারে বে-আইনীভাবে ভুমি দখলে নেওয়ার ঘটনায় শিক্ষক তপন পালের পরিবারের লোকজনের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে যেকোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। নিরীহ তপন পাল ও তার পরিবারের লোকজন এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj