এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহর ও মাধবপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব ও ডিবি পুলিশ।
এসময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
হবিগঞ্জ : শহরেররাজনগরস্থ এতিমখানা রোড এলাকায় যৌন উত্তেজক ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের মাদক সম্রাট দিপক রায় (৩৩) পালিয়ে গেছে।
আটককৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত হাজী আশরাফ আলীর পুত্র ইকবাল হোসেন (৩৩), উমেদনগর (পাইকনি হাটি) গ্রামের ছায়েব আলীর পুত্র সুমন মিয়া (২৪),ধুলিয়াখাল উত্তর চতুল গ্রামের মৃত নিপেন্দ্র চন্দ্র দাসের পুত্র সুমন কুমার দাস (৩৪) ও ঘাটিয়া বাজার এলাকার মহাদেব রায়ের পুত্র ভূবন রায় (৩৫)।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়, আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই ইকবাল বাহার জানান, তাদেরকে ধরার সময় মাদক সম্রাট বহু অপকর্মের হোতা দীপক সরকার ওরফে সাজু কবরস্থানের উপর দিয়ে পালিয়ে যায়। সে শহরের নোয়া হাটি এলাকার কাঠ মিস্ত্রি বাবুল সরকারের পুত্র। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে তাদের একটি মাদক মামলা দায়ের করেছেন।
এদিকে, মাধবপুরে আরেক অভিযানে, মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ১শত ৭৫ পিস ইয়াবাসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে নুরনবি (২২) ও উত্তর সুরমা গ্রামের চৌকিদার আনোয়ারের ছেলে সোহেল মিয়া (২৫)। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি খুর্শিদ আলমের নেতৃত্বে একদল র্যাব সদস্য ভোর রাতে উত্তর সুরমা গ্রামের রেনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে র্যাবের এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj