এম এ আই সজিব ॥ ফাঁসির দড়ি থেকে আর মাত্র দুটি ধাপ দূরে রয়েছে হবিগঞ্জ জেলার ৯ আসামী। এদের সকলের বিরুদ্ধে ইতিমধ্যেই নিম্ন আদালতে দেয়া হয়েছে মৃত্যুদন্ডাদেশ।
দন্ডপ্রাপ্তরা হত্যা, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে সিলেট কারাগারে রয়েছে। এরা হল, হবিগঞ্জ সদর উপজেলার বনগাও গ্রামের আব্দুল খালিক (৩৮), হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়ার পাবেল আহমদ (২৭), সদর উপজেলার রায়দরের আব্দুর রউফ মোল্লা (৪০), আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের ফয়ছল মিয়া (২৩), বানিয়াচংয়ের ত্রিকর মহল্লা গ্রামের আব্দুর রশিদ (৩২), একই উপজেলার টুপিয়াজুড়ি গ্রামের আব্দুল আহাদ (৭২) ও একই উপজেলার আগুয়া গ্রামের রেনু মিয়া (৬৫)।
এছাড়াও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আলী হায়দার (৬৫) এবং হাবিব মিয়া (৪৩)। এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া গণমাধ্যমকে জানান, ফাঁসির দন্ডপ্রাপ্ত এসব আসামির প্রত্যেকের মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে।
আপিলে নিম্ন আদালতের রায় বহাল থাকলে পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ পাবেন তারা।
উল্লেখ্য, গত বুধবার প্রথম প্রহরে সিলেট কারাগারে প্রতিবেশীকে হত্যা মামলায় হবিগঞ্জের চা শ্রমিক মাকু রবি দাশের মৃত্যুদন্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj