এম এ আই সজিব ॥ জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জসহ দেশের প্রায় ১৫টি জেলায় ভিডিও কনফারেন্স করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুরে গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে জঙ্গিবাদ দমনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, কোন সন্তান যদি দীর্ঘ দিন ধরে নিখোঁজ থাকে তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, তারা খুঁজে বের করবে। কেউ যদি ভুল পথে চলে গিয়ে থাকে তাদের সংশোধন ও চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। দেশ যখনই মাথা উঁচু করে দাঁড়ায় তখনই একটি চক্র চেষ্টা করে এই অগ্রগতি থামিয়ে দিতে। ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ, সেই পাপের পথে মানুষ কেন যাচ্ছে,কারা তাদের নিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করা হবে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট এমপি আবু জাহির, হবিগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরীয়া চৌধুরী কেয়া, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপর জয়দেব কুমার ভদ্র, লেফটেনেন্ট কর্নেল সাজ্জাদ হোসেন, আলমগীর চৌধুরী প্রমুখ।
ভিডিও কনফারেন্স শেষে এমপি আবু জাহির বলেন,হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরীয়া নিহত হয়েছেন। জেএমবি প্রধান সাইদুর রহমান এর বাড়ি হবিগঞ্জে। তাই হবিগঞ্জে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকেল সতর্ক থেকে ঐক্যবব্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সতর্কতা মুলক সমাবেশ করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং সহযোগীতা করার আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj