স্টাফ রিপোর্টার, মৌলভীবাজারের কুলাউড়ায় পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পপি ও রিয়া নামের দুই শিশু ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে উদ্ধার করা হয়েছে।
ঢাকার শাহজাহানপুর থানার একজন পুলিশ কর্মকর্তার সাথে মেয়ে দু’টির তোলা ছবিতে দেখা যাচ্ছে।
রাত আড়াইটায় ঢাকা মেট্রোপলিটনের শাহজাহান থানার ওসিও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে,রাত অনেক হওয়াতে তিনি ঘুমে থাকায় বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি বলেন, ‘দু’টি মেয়ে উদ্ধার হয়েছে। তবে এখন বিস্তারিত কিছু জানাতে পারবো না। পরে যোগাযোগ করবেন
জানা গেছে, গত ১১জুলাই সোমবার কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পপি রানী চন্দ (১১) ও রিয়া বেগম (১২) পরীক্ষা দিতে বের হয়। তারা দু’জনই শহর সংলগ্ন কুলাউড়া গ্রামের বাসিন্দা।
ওইদিন দুপুর ১টায় পরীক্ষা দেয়ার জন্য বাড়ি হতে বের হলেও পরীক্ষায় যায়নি। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত তাদের পরীক্ষার সময়সীমা ছিল। সন্ধ্যায় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, পপি এবং রিয়া পরীক্ষা হলে যায়নি।
এ ব্যাপারে রাতে কুলাউড়া থানায় দু’টি পৃথক জিডি করা হয়েছে (জিডি নং ৪৩০ ও ৪২৮ তারিখ: ১১/০৭/২০১৬ইং)।
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে একজন গৃহপরিচারিকা বিদ্যালয়ের সংলগ্ন উপজেলা কমপ্লেক্স হতে কুড়িয়ে পাওয়া পপির স্কুল ড্রেস বিদ্যালয়ে এনে জমা দেন। জানা যায় পপির স্কুল ড্রেসটি ছেঁড়া ছিল।
জানা গেছে, মেয়ে দু’টি ট্রেনে চড়ে ঢাকায় চলে যায়। তবে কী কারন বা কার মাধ্যমে তারা ঢাকায় পৌছেছে এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj