চুনারুঘাট প্রতিনিধি ॥ বর্তমান সরকার নদী দখলমুক্ত আইন মহান জাতীয় সংসদে পাস করা সত্ত্বেও নদী দখলকারীরা নদী ও সরকারের পরিত্যাক্ত ভূমি দখল নিয়ে ব্যস্ত। এই ধারাবাহিকতায় দেখা যায়, জেলার ঐতিহ্যবাহী চুনারুঘাট-বাহুবল উপজেলার সীমান্তবর্তী এলাকার ৬নং চুনারুঘাট সদর ইউপির ও বাহুবলের ৬নং মিরপুর ইউপির অন্তর্গত স্থানীয় তুঙ্গেশ্বর বাজার এলাকায় প্রবাহিত পরিত্যাক্ত মরা খোয়াই নদীটি দখলদারদের হাত থেকে রেহাই পাচ্ছে না। সরেজমিনে নদী এলাকা ঘুরে দেখা যায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্ছেদ অভিযানে স্থানীয় বাজারের সরকারী ভুমি ও ঐতিহ্যবাহী মরা নদীটি দখলমুক্ত করা হলেও বর্তমানে প্রভাবশালীরা সাধারণ মানুষকে জিম্মি করে আবারও নদী দখল করে বাসা-বাড়ী ও মার্কেট নির্মাণ করেছে। এদিকে চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউপির গোলগাঁও গ্রামের ও বাহুবলের ৬নং মিরপুর ইউপির লাকুড়ীপাড়া ও দত্তপাড়া গ্রামের কিছু সংখ্যক প্রভাবশালীরা দখল করে রেখেছে। এ নিয়ে গত বছর বিভিন্ন সময়ে নদী দখলমুক্ত করার লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের সাথে দখলদারদের রক্তয়ী সংঘর্ষ হয়। বিষয়টি তৎকালীন উভয় উপজেলার নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ ও জেলা পুলিশ সুপার মহোদয় অবগত ছিলেন। তারপরও জেলা প্রশাসনের ঐহিত্যবাহী মরা নদীটি ও পরিত্যাক্ত ভূমিটি দখলদারদের হাত থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে যেকোনো সময় এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জেলা প্রশাসনের আওতাধীন এই মরা নদীটি দখলদারদের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj