এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিহত ৪ শিশুর পরিবারের নারী সদস্যদের জন্য ৫টি সেলাই মেশিন ও শাড়ি প্রদান করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ উপলক্ষে গতকাল রোববার বিকেল ৫টায় নিহতদের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম ও মোঃ দিদার আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিশিষ্ট মুরুব্বি মাস্টার আব্দুল খালিক তালুকদার ও সেলিম মিয়া, ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক মায়া আলী, যুবলীগ সাধারণ সম্পাদক ফজল মিয়া সহ নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় মুরুব্বি। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে কেয়া চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার সুন্দ্রাটিকি গ্রামে নির্মমভাবে নিহত ৪ শিশুর পরিবারের পাশে ছিল, আছে, থাকবে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ৪টি পরিবারকে ৪টি পৃথক বসতঘর এবং নিহত শিশুদের স্মরণে স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আধুনিক পাঠাগার নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন। এ প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়াও বিভিন্ন সহায়তা সময় সময় প্রদান করা হয়েছে। তিনি বলেন,সরকার এক দিকে এ পরিবারগুলোকে শোক কাটিয়ে স্বাভাবিক জীবন যাপনে উদ্বুদ্ধকরণ ও পূনর্বাস এবং অপরদিকে ঘটনার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এ অনুষ্ঠানের পূর্বে কেয়া চৌধুরী এমপি স্থানীয় তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রাম পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের দুঃখ-দূর্দশা সম্পর্কে খোঁজ-খবর নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj