বিনোদন ডেস্ক : ৬ জুলাই ভারত এবং ভারতের বাইরে ৫ হাজার ১০০ পর্দায় মুক্তি পেয়েছে সালমান খান এবং আনুশকা শর্মা অভিনীত সিনেমা ‘সুলতান’। প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছে এই সিনেমাটি।
বক্স অফিস বিশ্লেষকরা আগেই প্রত্যাশা করেছিলেন শুরুটা বড় ধরণের হবে। দর্শকরাও সিনেমাটির সম্পর্কে ভালো মন্তব্য করেছেন।
‘সুলতান’ সিনেমাটি মুক্তির কথা ছিল ঈদের দিন। কিন্তু বৃহস্পতিবার ঈদ হওয়ায় অনেকেই ধারণা করেছিলেন এর প্রভাব পড়বে বক্স অফিসে। এছাড়া সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টা আগে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় ধারণা করা হয়েছিল ক্ষতির মুখে পড়বে। কিন্তু সব ধারণা ভুল প্রমাণ করেছে সালমান ভক্তরা।
বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, পুরো ভারত জুড়েই চলছে ‘সুলতান’ উন্মাদনা। বক্স অফিসে বড় ধরনের শুরু করেছে সিনেমাটি।
অন্যদিকে বক্স অফিস বিশ্লেষক কমল নাহাতার মতে বক্স অফিসে সুনামি তৈরি করবে ‘সুলতান’। তিনি মনে করছেন, বক্স অফিসের অন্যতম সফল সিনেমা হবে এটি।
ভারতে ৪ হাজার সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে এবং প্রথম দিনে প্রায় ৯০ শতাংশ প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল। এতে সিনেমাটির আয় ৪০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। যার ফলে বক্স অফিসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়তে পারে ‘সুলতান’। এর আগে হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রথম দিনে ৪৪ কোটি রুপি আয় করেছিল। যা এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড।
সিনেমায় দেখানো হয়েছে, সুলতান আলী খান নামের একজন কুস্তিগীরের উত্থান এবং পতনের গল্প। বাজরাঙ্গি ভাইজান’র মতো এ সিনেমাতেও সালমানের আরো একটি সেরা অভিনয় দর্শকরা দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে। সিনেমাটির ট্রেইলারে তেমনটাই আবাস মিলেছে। এরই মধ্যে তার প্রশংসা শোনা যাচ্ছে দর্শকের মুখে।
সিনেমায় সালমান ছাড়াও আরফা চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা। তাকেও দেখা যাবে কুস্তি করতে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেতা রণদ্বীপ হুদা এবং অমিত সাধ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj