এম এ আই সজিব ॥ “ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ”- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই গানটি ঈদ লগ্নে আবারও বেজে উঠবে নগর-বন্দর গ্রামে।
সংগীতের তালে তালে দুলবে যুবক-কিশোরেরা। এই মহা খুশির পবিত্র ঈদ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গতকাল দেশের কোথাও সাওয়াল মাসের চাদ দেখা যায়নি ফলে জাতীয় চাদ দেখা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী কাল বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদউল ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে আজ বুধবার মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদউল ফিতর। ঈদকে সামনে রেখে শহরের সরকারী আধাসরকারী প্রতিষ্ঠাগুলোকে রংবেরঙ্গে সাজানো হয়েছে। সংবাদপত্র গুলো বিশেষ কোরপত্র প্রকাশ করেছে। টিভি চ্যানেল গুলো নতুন নতুন ও আকর্ষনীয় অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
ঈদের জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে :
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা মুসলিম বিশ্ব এ দিনটিকে উদযাপন করবেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের সব কয়টি জেলায় ঈদুল ফিতরের জামাত একই দিনে আদায় হবে।
হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হবিগঞ্জ জেলার সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে। দুটি পর্বে এ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা গোলাম মোস্তাফা নবীনগরী। দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন ক্বারী মাওলানা নাজমুল হোসাইন। শহরের সওদাগর জামে মসজিদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ওই মসজিদে ঈদের জামায়াতের নামাজে ইমামতি করবেন মসজিদের খতিব ও জামেয়া গাউছিয়া সুন্নিয়া সুন্নিয়া একাডেমীর শিক্ষক মাওলানা সৈয়দ আজহার আহমদ, হবিগঞ্জ টাউন মসজিদ (চাঁন মিয়া মসজিদে) সকাল সাড়ে ৮ টায় জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা নাছির উদ্দিন আখঞ্জি, এ ছাড়াও চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী, শহরের বাজার রেলস্টেশন মসজিদের সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা আমিনুল ইসলাম, রাজনগর মসজিদের ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন মাওলানা মামুনুর রশিদ। এদিকে সদর উপজেলার পইল শাহী ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj